বাদুড়িয়া, বসিরহাট, টাকি এই তিনটি পুরসভার কর্মীরা সকাল থেকে নদী বাঁচাতে পাশাপাশি পরিবেশ দূষণ রুখতে কাঠামো তোলার কাজ শুরু করেছে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: সোমবার ১৪,অক্টোবর :: বসিরহাট মহাকুমার বাদুড়িয়া, বসিরহাট, টাকি এই তিনটি পুরসভার কর্মীরা সকাল থেকে নদী বাঁচাতে পাশাপাশি পরিবেশ দূষণ রুখতে কাঠামো তোলার কাজ শুরু করেছে। বসিরহাট পুলিশ জেলায় প্রায় ১৬০০ ছোট মাঝারি বড় দুর্গা পূজা হয়। তার বেশি অংশটাই ইছামতি নদী বেষ্টিত ।

শনিবার জমিদার বাড়ি গতকাল রবিবার বারোয়ারী পুজো গুলোর প্রায় ৯০ শতাংশ বিসর্জন হয়ে গেছে। নদী দূষণ রুখতে আগে থাকতে উদ্যোগ নিয়েছিল পুরসভা সেই কথা মাথায় রেখে টাকির ঘোষ বাড়ি, রাজবাড়ি ,জেটিঘাট, বসিরহাট শ্মশান ঘাট ,বোর্ড ঘাট, বাদুড়িয়ার তারাগুনিয়া ১১ টি ব্লকের বিভিন্ন নদী ঘাট গুলোতে কাটামো তোলার কাজ শুরু হয়েছে।

একদিকে প্রতিমার গায়ের যে রাসায়নিক রং বস্ত্র বিভিন্ন প্লাস্টিক বিচুলি কাঠ সেইগুলো যাতে নদী জলে মিশে গিয়ে পরিবেশ দূষণ না হয়। তার জন্য সকাল থেকেই বিভিন্ন ঘাট গুলোতে কর্মীরা কাঠামো তোলার কাজ শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − four =