নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ভাঙড় :: শুক্রবার ১৮,অক্টোবর :: পঞ্চায়েত নির্বাচনের পর ভাঙড়ের আইনশৃঙ্খলার দায়িত্ব বেঙ্গল পুলিশের হাত থেকে সরিয়ে কলকাতা পুলিশ কে দায়িত্বে দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই কলকাতা পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলে প্রকাশ্যে পুলিশের বিরুদ্ধে শ্লোগান তুলে সরব হলেন শাসক দলের নেতা।
অভিযোগ, ভাঙড় থানা এলাকার নলপুকুর এলাকায় এক ব্যক্তি নিজের পৈতৃক জায়গাতে আবাসন তৈরি করছিলেন অভিযোগ সমস্ত কাগজপত্র থাকা সত্ত্বেও পুলিশ গিয়ে সেই আবাসনের লেবার কন্টাকটারদের জোরপূর্বক থানায় তুলে আনে।
মালিককে থানায় দেখা করতে বলে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় তৃণমূল ছাত্র পরিষদের নেতা সাবিরুল ইসলাম (রিন্টু) ঘটনাস্থলে গিয়ে তিনি বিক্ষোভ দেখান পুলিশের বিরুদ্ধে।
অভিযোগ কলকাতা পুলিশ ভাঙড়ের দায়িত্ব পাওয়ার পর থেকেই নিজের পৈতৃক সম্পত্তিতে ঘর তৈরি করতে গেলেই কলকাতা পুলিশকে টাকা দিতে হবে এমনটাই অভিযোগ। বেশ কয়েকদিন আগেই ভাঙ্গড় বিজয়গঞ্জ বাজারে কর্মী সম্মেলন থেকে পুলিশের তোলাবাজি নিয়ে মুখ খুলেছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। এবার মুখ খুললেন তৃণমূল ছাত্রনেতা সাবিরুল ইসলাম।