ঝাড়খন্ড নির্বাচন – শুরু হয়েছে বিজেপির চূড়ান্ত তৎপরতা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ঝাড়খন্ড(রাঁচী) :: শুক্রবার ১৮,অক্টোবর :: নির্বাচনের দিন ঘোষণার পরেই তৎপর হয়ে উঠেছে বিজেপি। বিনা যুদ্ধে ‘সূচাগ্র মেদিনী’ যে তারা দেবে না, তা স্পষ্ট । ঝাড়খণ্ডের ভোটের তারিখ ঘোষণার পরে তিলার্ধ সময় ব্যয় না করে মঙ্গলবার গভীর রাত পর্যন্ত চলেছে বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী কমিটির বৈঠক। সেই বৈঠকে উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদী নিজেই।

রাজ্যের মোট ৮১টি আসনের মধ্যে ৬০টি আসন নিয়ে কথা হয়েছে। আলোচনা শুরুই হয়েছে ২৮টি তফসিলি জনজাতির জন্য সংরক্ষিত আসনে প্রার্থী চিহ্নিতকরণ দিয়ে। এই ২৮টি সিট মূলত ঝাড়খন্ড মুক্তিমোর্চার দিকেই ঝুঁকে আছে।

ঝাড়খন্ডের নির্বাচন এবার বিজেপির কাছে বড়ো চ্যালেঞ্জ। তাই অত্যন্ত গুরুত্ব দিয়ে শুরু হয় প্রথম দলীয় মিটিং। প্রধানমন্ত্রী ছাড়াও উচ্চপর্যায়ের এই বৈঠকে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জে পি নড্ডা, সদ্য জেএমএম ছেড়ে বিজেপিতে যাওয়া চম্পই সোরেন, অর্জুন মুণ্ডারা।

ওই ২৮টি আসনকে পাখির চোখ করতে চলেছেন বিজেপি নেতৃত্ব। কারণ উনিশের ভোটে এর মধ্যে মাত্র দু’টি আসনে জিতেছিল বিজেপি। জানা যাচ্ছে, দেরি না করে বৃহস্পতিবারই প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করবে বিজেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × five =