রবিবারের মধ্যেই রাজ্যে আসছে ১০০ কম্পানি কেন্দ্রীয় বাহিনী

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: শনিবার ১৯,অক্টোবর :: দুর্গাপুজো মিটতেই শুরু হয়েছে উপ-নির্বাচনের প্রস্তুতি। সেটাও মানুষের কাছে গণতন্ত্রের উৎসব। বাংলার ৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সেই অনুযায়ী আগামী ১৩ নভেম্বর ভোট হবে সিতাই, মাদারিহাট, তালড্যাংরা মেদিনীপুর, হাড়োয়া এবং নৈহাটি বিধানসভা কেন্দ্রে।

কার্যত প্রত্যেকটি কেন্দ্রেই সুষ্ঠ এবং অবাধ নির্বাচন করাতে মরিয়া নির্বাচন কমিশন। আর তাই কেন্দ্রীয় বাহিনী দিয়েই ভোট করানো হবে বলে সিদ্ধান্ত। সূত্রের খবর, প্রতিটি কেন্দ্রে গড়ে ২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই মতো আগামী রবিবার রবিবার সন্ধ্যের মধ্যেই রাজ্যে এসে পৌঁছবে শতাধিক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তার প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গেছে।

সোমবার থেকেই বিভিন্ন স্পর্শকাতর এলাকায় এই বাহিনীকে পাঠানো হবে বলে জানা যাচ্ছে। এখনও পর্যন্ত যা প্ল্যান, সোমবার থেকে স্থানীয় পুলিশ প্রশাসনকে সামনে রেখে এরিয়া ডোমিনেশনের কাজ শুরু করবে কেন্দ্রীয় বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + six =