নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দীঘা :: বুধবার ২৩,অক্টোবর :: ঘূর্ণিঝড় দানা আছড়ে পড়তে চলেছে সাগর ও পুরীর মধ্যবর্তী স্থলভাগে । তার আগেই ক্রমেই ভয়াবহ চেহারা নিচ্ছে দীঘার সমূদ্র। সমূদ্রের ভয়াবহ রূপ দেখার পরেই তড়িঘড়ি সৈকত এলাকা দড়ি দিয়ে সম্পূর্ণ ঘিরে ফেলা হয়েছে। পর্যটকদের কোনও ভাবেই সমূদ্র স্নানে নামতে দেওয়া হয়নি।
এই নিয়ে দীঘায় আসা পর্যটকরা বেশ খানিকটা হতাশ। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, আবহাওয়ার সাথে সমূদ্রের চেহারাও বদলাচ্ছে। তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই অশান্ত সমূদ্রে স্নানে নামতে নিষেধ করা হচ্ছে। তবে এখনই দীঘায় পর্যটকদের প্রবেশে কোনও নিষেধাজ্ঞা জারি হয়নি।
এরই মাঝে পর্যটকদের একাংশ জানাচ্ছেন, আসন্ন ঘূর্ণিঝড়ে সমূদ্রের ভয়াবহ জলোচ্ছ্বাস দেখার নেশাতেও অনেকেই দীঘায় ছুটে এসেছেন। যদিও ঝড়ের সময় পর্যটকরা সমূদ্রের আশেপাশে ঘেঁসতে পারবেন কিনা তা স্পষ্ট নয়।