কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বৃহস্পতিবার ২৪,অক্টোবর :: রাজনৈতিক বিবাদের জেরে উত্তপ্ত রতুয়ার ভাদো অঞ্চলের রামপুর গ্রাম। ঘটনায় আহত ৬। গুলি চালানো ও বোমাবাজির অভিযোগ । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রতুয়া থানার পুলিশ। গ্রেপ্তার ২। পরিস্থিতি থমথমে। এলাকায় চলছে পুলিশি টহল।
জানা গিয়েছে রতুয়ার থানার ভাদো গ্রাম পঞ্চায়েতের রামপুর গ্রামে গত পঞ্চায়েত নির্বাচনের পর বিজয় মিছিল বের হয় কংগ্রেসের। সেই মিছিলে হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। সেই হামলায় ফটিকুল ইসলাম নামের এক কংগ্রেস কর্মীর মৃত্যু হয়। এরপর দু’পক্ষই একে ওপরের বিরুদ্ধে রতুয়া থানায় অভিযোগ দায়ের করে।
ঘটনায় কয়েকজন গ্রেফতার হলেও বাকি অভিযুক্তরা পলাতক ছিল। মামলার বেশ কিছুদিন পর দু’পক্ষের বেশিরভাগ আসামি জামিন হয়ে গ্রামে ফিরে। তারপর থেকেই দু’পক্ষের মধ্যে বিবাদ লেগেই থাকতো। বৃহস্পতিবার সকালে ফের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। ইঁট পাটকেল, গুলি চালানো ও বোমাবাজির অভিযোগ একে অপরের বিরুদ্ধে।
এই ঘটনার জেরে তৃণমূলের ৬ জন কর্মী আহত হয়। প্রত্যেককে নিয়ে আসা হয় রতুয়া গ্রামীণ হাসপাতালে তার মধ্যে দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজে রেফার করা হয়।