দানার ঝটকায় ভেঙে পড়লো একাধিক কাঁচা বাড়ি, আশ্রয়হীন বহু পরিবার

সুদেষ্ণা মন্ডল  :: সংবাদ প্রবাহ :: মন্দিরবাজার :: শনিবার ২৬,অক্টোবর :: বৃহস্পতিবার মধ্যরাত থেকে দক্ষিণ ২৪ পরগনার একাধিক জায়গায় বিধ্বংসী ঘূর্ণিঝড় দানা তার তান্ডব লীলা চালিয়েছে। দমকা ঝড়ো হাওয়া আর তার সাথে অবিরাম বৃষ্টির জেরে শুক্রবার সন্ধ্যায় মন্দিরবাজার বিধানসভার অন্তর্গত গাববেরিয়া গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি কাঁচা বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে।

মুহূর্তের মধ্যে আশ্রয়হীন হয়ে পড়েন বেশ কয়েকটি পরিবার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দানার প্রভাবে একটানা বৃষ্টি হচ্ছিল । সেই বৃষ্টির কারণে ওই গ্রাম পঞ্চায়েতের রায়পুর এলাকায় একাধিক মাটির বাড়ি হঠাৎই ভেঙে পড়ে বেশ কয়েকটি পরিবার আশ্রয়হীন হয়ে পড়েন। স্থানীয় পঞ্চায়েতের তরফ থেকে তড়িঘড়ি আশ্রয় হীনদের উদ্ধার করে একটি ফ্লাড সেন্টারে নিয়ে যাওয়া হয় ।

এ বিষয়ে গাববেরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী সৌমিত্র মন্ডল জানান, আমরা খবর পাই এলাকায় ২০ থেকে ২৫ টি মাটির কাঁচা বাড়ি ভেঙে গিয়েছে। আমরা তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছাই এবং আশ্রয়হীন মানুষজনকে নিয়ে একটি উঁচু পাকা বাড়িতে আশ্রয়ের ব্যবস্থা করি ।

এছাড়াও এলাকায় যে সকল বিপদজনক অবস্থায় মাটির বাড়ি রয়েছে সেই সকল বাড়ি থেকে পঞ্চায়েতের সদস্যরা পৌঁছে মানুষজনকে উদ্ধার করে ফ্লাড সেন্টারে রাখা হয়েছে । গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আশ্রয়হীন মানুষদের জন্য খাবার ও পানীয় জলেরও ব্যবস্থা রাখা হয়েছে। পরিস্থিতির ওপর আমরা নজর রাখছি। ব্লক উন্নয়ন আধিকারিক এর পক্ষ থেকেও গৃহ হীন মানুষদের সমস্ত রকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + eleven =