মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়লেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোলাঘাট :: শনিবার ২৬,অক্টোবর :: ঘূর্ণিঝড় দানার হাত থেকে রাজ্যের মানুষের পাশে থাকা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়লেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার রাতে কোলাঘাটে গেস্ট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী যা করেছেন তা দেখানোর জন্য।

রাত জেগে থাকলেই হয় না। মানুষের পাশে থেকে সাহায্যের হাত বাড়ানো জরুরি। উনি বলছেন ২লক্ষ ১৬ মানুষকে ত্রান শিবিরে নিয়ে যাওয়া হয়েছে। আমি চ্যালেঞ্জ করছি যদি ২ লক্ষ ১৬ হাজার মানুষকে ত্রান শিবিরে নিয়ে যায় তাহলে কোন শিবিরে কতজন ছিলো তার শ্বেতপত্র প্রকাশ করে দেখাক। আমি এক লক্ষ ৫০ হাজার মানুষকে দিয়ে প্রমান করে দেবো তারা ত্রান শিবিরে ছিলেন না।

পাশাপাশি ত্রিপল বিলি নিয়ে মন্তব্য করে শুভেন্দু বলেন, আগে তিনজনের কমিটি গঠন করে ত্রান বিলি করা হত কিন্তু এখন তা তুলে দেওয়া হয়েছে। আমরা আমাদের সাধ্যমতো মানুষের পাশে থেকেছি। তাদের খাওয়াদাওয়ার ব্যবস্থা করেছি। আজ রাতেও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + 13 =