নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শনিবার ২৬,অক্টোবর :: ভারতবর্ষের অন্যতম প্রধান শক্তির দেবী মা কালী । হাতেগোনা আর মাত্র কয়েকটা দিন তারপরেই শুরু হবে শক্তির দেবী মা কালীর পূজা। তাই পাড়ায় পাড়ায় ব্যস্ততা তুঙ্গে মণ্ডপ থেকে প্রতিমা তৈরি সবই শুরু হয়ে গেছিল। কিন্তু বাদ সাধলো দানা।
বৃহস্পতিবার মধ্যরাত্রে ল্যান্ডফল করার পর বিভিন্ন জায়গায় তাণ্ডব চালালেও পূর্ব বর্ধমানে কিন্তু সেই ধরনের কোন প্রভাব গত কাল পড়েনি কিন্তু শুক্রবার সকাল থেকেই পূর্ব বর্ধমানে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি আর তাতেই সমস্যায় পড়েছেন মৃৎশিল্পীরা। এই বৃষ্টিতে মাটি মাখতে যেমন সমস্যা হচ্ছে তেমনি শিল্পীরা জানাচ্ছেন এখনো খড় বাঁধার কাজও শেষ করতে পারেনি তারা।
এই রকম ভাবে বৃষ্টি চলতে থাকলে ঠাকুর শুকোতেও সমস্যা হবে তাই কবে বৃষ্টি থামবে তার দিকে তাকিয়ে রয়েছেন শিল্পীরা। বৃষ্টি না থামলে কিভাবে ঠাকুর তৈরি সম্পন্ন হবে তা ভেবেই উঠতে পারছেন না । তাই কালীপুজোর আগে এই বৃষ্টি শিল্পীদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে।