মাঝ রাস্তায় শাশুড়ি ও পুত্র-বধূর লড়াই দেখে স্তম্ভিত নাগরিক মহল

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা ব্যুরো :: শনিবার ২৬,অক্টোবর :: শাশুড়ির সঙ্গে বৌমার ঝগড়া-ঝাটি বা বাক-বিতন্ডা নতুন কিছু নয়। তাই বলে রীতিমত মারামারি! তা আবার মধ্য রাস্তায়! এমন ঘটনা। উত্তর প্রদেশের হারদোই জেলার পালি রামলীলা চৌরাহায় এক পরিবারে শাশুড়ি এবং বৌমার মধ্যে তুমুল ঝগড়া হয়।

শাশুড়ি-বৌমার এই নাটক বেশ কিছু সময় ধরে চলতে থাকে। ঝগড়া দেখতে বিশাল জনসমাগম হয়। এই অবস্থায় কেউ পুলিশকে খবর দেয়। পুলিশ এসে শাশুড়ি এবং বৌমাকে থানায় নিয়ে যায়। শুক্রবার পালি রামলীলা চৌরাহায় দেখা যায় দুই মহিলা একে অপরের সাথে মারামারি করছেন।

যখন লোকজন জানার চেষ্টা করে, তখন জানা যায় যে, উভয় মহিলা ভাগবান্দপুরের বাসিন্দা এবং তারা সম্পর্কে শাশুড়ি-বৌমা। বৌমার অভিযোগ, তার শাশুড়ি তাকে মারধর করেছে। অপরদিকে, শাশুড়ির অভিযোগ, তার বৌমা তাকে গালিগালাজ করে।

রাস্তার মধ্যেই বৌমা চিৎকার করতে থাকে, “রাস্তার ওপর কেন আমায় অপমান করছেন, আমার ইজ্জত আছে। আমি বাড়ি যাব না৷” অন্যদিকে, ক্লাইম্যাক্স সিনে শাশুড়ি বৌমার পা ছুঁয়ে বাড়িতে ফিরে আসার জন্য অনুরোধ করতে থাকে।

তাতেও চিঁড়ে ভেজেনি৷ শেষে দুজনকেই যেতে হয় থানায়। শেষ পাওয়া খবর অনুযায়ী জানা যায়, ‘আর কখনো কোনো অত্যাচার করবে না।’ দেওর ও শাশুড়ি এই স্বকারোক্তি করার পরেই পুত্র-বধূ ঘরে ফেরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + 11 =