পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত জৌগ্রাম কোলেপুকুর এলাকায় “মধুচক্রের কারবার”!

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: রবিবার ২৭,অক্টোবর :: বড়সড় মধুচক্রের হদিশ! ঘটনায় তিনজন মহিলা সহ মোট পাঁচজন-কে আটক করে জামালপুর থানার পুলিশ।এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় শনিবার রাতে।

মধুচক্রের সাথে যুক্ত পুরুষ ও মহিলাদের সাথে কথা বলতে গেলে সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেওয়ার অভিযোগ।সাংবাদিকদের সাথে কথা বলতে রীতিমতো হিমশিম খেলো মধুচক্রের সাথে জড়িতরা।

মধুচক্র চলতে দেওয়ার অভিযোগে নাম জড়ালো বিগত ৪০ বছরের প্রভাবশালী সিপিআইএম নেতা । অভিযুক্ত তার বাড়িতে ছোট ছোট কক্ষ বানিয়েছিল, আর সেই গুলোকে ভাড়া দিয়েই দিন গুজরান করেন । তবে ভাড়া দেওয়া কক্ষগুলোতে মানুষজনের আনাগোনা হতো শুধুমাত্র রাত্রিবেলায়।

কারোর কোন সঠিক পরিচয় পত্র না থাকা সত্ত্বেও আশ্রয় দেওয়া হতো বানানো ছোট ছোট কক্ষতে, আর সেখানেই চলতো, রমরমিয়ে মধুচক্রের রমরমা। এবার সেই মধুচক্র কেই হাতেনাতে ধরল এলাকার মানুষজন।

এলাকাবাসীদের আরও অভিযোগ, বর্তমানে জৌগ্রাম এর কোলেপুকুর মধুচক্রের আস্তানা হয়ে উঠেছে। শনিবার সন্ধ্যা বেলা ঘটনা সামনে এলেই জৌগ্রামের কোলে পুকুর এলাকায়, ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়।

খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছে যায় জামালপুর থানার পুলিশ আধিকারিকরা। আটক করা হয় তিনজন মহিলা সহ দুজন পুরুষকে। স্থানীয়রা জানিয়েছেন বিগত দিনে এইরকম ঘটনা ঘটলেও পুলিশ কোন পদক্ষেপ নেয়নি।

ঘটনার ব্যাপারে বিজেপির জেলা সহ সভাপতি মৃত্যুঞ্জয় চন্দ্র তাঁর প্রতিক্রিয়ায় বলেন,জামালপুর ব্লকের জৌগ্রাম এলাকায় সাধারণ মানুষের সচেতনতার কারণে মধুচক্রে জড়িত থাকার অপরাধে বেশ কয়েকজন-কে আটক করছে জামালপুর থানার পুলিশ।

ঘটনায় প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে জড়িত জামালপুর ব্লকের একজন সিপিআইএম নেতা। বিগত চল্লিশ বছর ধরে তারা যে সামাজিক অবক্ষয় করেছে, শেষ তেরো বছরেও তা চালিয়ে যাচ্ছে এটা লজ্জার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + 8 =