নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: রবিবার ২৭,অক্টোবর :: পর্যাপ্ত আলোর অভাবে জেলে থেকে পড়াশোনা করতে অসুবিধা হচ্ছে জেল বন্দি অর্ণব দামের। বর্ধমান কেন্দ্রীয় জেলা সংশোধনাগার পরিদর্শনের পর এমনটাই জানালেন গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতির সদস্যা জয়শ্রী পাল।
তবে কারা কর্তৃপক্ষ পড়াশোনার ব্যাপারে তাঁকে মোটের উপর সাহায্য করছে বলেও জানান তিনি। গত জুলাই মাস থেকে বর্ধমান জেলা সংশোধনাগারে রয়েছেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাওবাদী অর্ণব দাম। বর্তমানে তিনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগে পিএইচডি করছেন।
রাজ্যের সংশোধনাগারগুলির পরিকাঠামো-খাবারের মান-চিকিৎসার ব্যবস্থা কেমন চলছে তা খতিয়ে দেখতে জেলগুলি পরিদর্শন শুরু করেছে এপিডিআর। সেই উদ্দেশেই বর্ধমান জেলা সংশোধনাগারে পরিদর্শনে এলেন তিন সদস্যের একটি দল।
গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতির সদস্যা জয়শ্রী পাল জানান, অর্ণব দাম পিএইচডি করছেন জেল থেকে সেই ক্ষেত্রে একটা রেকর্ড! এখনো অবধি কেউ জেল থেকে পিএইচডি করেননি। তিনজন রাজনৈতিক বন্দি এখানে আছেন, অর্ণব দাম ছাড়াও আছেন জিডি রঞ্জন মাহাতো ও চুনারাম বাস্কে।
আমরা তিন জনের সাথেই দেখা করে কথা বলার পাশাপাশি জেল সুপারের সাথেও দেখা করি এবং আমাদের যে তিনটে দাবি ছিল সেই তিনটে দাবি লিখিত ভাবে ডেপুটেশন আকারে দিয়েছি ।