নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: রবিবার ২৭,অক্টোবর :: পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরে, গত ভাদ্র মাসের শেষের দিকে অতিবৃষ্টিতে মন্তেশ্বর ব্লকে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়েছিল, তাতে ধান চাষের ব্যাপক ক্ষতি হয়েছিল, তারপরে যেটুকু অংশ জমিতে ধান গাছ ছিল এই দানার প্রভাবে ঝড় ও বৃষ্টিতে ধান গাছ পড়ে গিয়ে কার্যত ব্যাপক ক্ষতি।
এলাকার চাষীরা জানায় সবে আমন ধানের শীষ বার হয়েছে এমতাবস্থায় ঝড় ও বৃষ্টিতে ধান গাছ পড়ে গিয়ে তার ওপর দিয়ে জল বয়ে যাচ্ছে। এতে আর ফসল পাওয়ার কোন সম্ভাবনা নেই। কৃষি ঋণ ও মহাজন ঋণ করে চাষ করেছে চাষী, চাষীদের অনুরোধ সরকার এ বিষয়ে নজর দিলে খুবই উপকৃত হবেন তারা।