নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: রবিবার ২৭,অক্টোবর :: রবিবার ভোরবেলা সালানপুরের মেলেকোলার ব্রীজের গার্ড ওয়ালে অনিয়ন্ত্রিত হয়ে ধাক্কা মারে কয়লা বোঝাই ট্রাক কোন ক্ষয়ক্ষতি বা প্রাণহানি না হলেও বড়সড় দূর্ঘটনা হতে পারতো।
জাতীয় সড়ক কতৃপক্ষর সুরক্ষা কর্মী উৎপল মাজি জানান রবিবার ভোর পাঁচটা নাগাদ ১৯ নং জাতীয় সড়কের মেলেকোলা ওভারব্রিজের উপর একটা কয়লা বোঝাই ট্রাক জাতীয় সড়কের রেলিংএ গিয়ে ধাক্কা মেরে দাঁড়িয়ে যায় নীচে রেললাইনের উপর পড়লে বড় দূর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল।
স্থানীয় চৌরঙ্গী ফাঁড়ীর পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ক্রেন দিয়ে গাড়ীটাকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে সাথে জাতীয় সড়ক কতৃপক্ষর ও ক্রেন যৌথভাবে উদ্ধার করছে। তিনি জানান গাড়ীটা বিহার থেকে কয়লা বোঝাই করে চুরুলিয়া যাবার পথে এই দূর্ঘটনা ঘটে চালক সম্বভত মদ্যপ অবস্থায় ছিল অনিয়ন্ত্রিত হয়ে গাড়ীটা জাতীয় সড়কের গার্ডওয়ালে ধাক্কা মারে।