রতন টাটার উইল – মানবতার চরম নিদর্শন

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা নিউজ ব্যুরো :: মঙ্গলবার ২৯,অক্টোবর :: ৮৬ বছর বয়সে সদ্য প্রয়াত হয়েছেন ভারত তথা বিশ্বের অন্যতম বনিক রতন টাটা। তবে রতন টাটাকে শুধু ‘বনিক’ বলাটা ঠিক হবে না। তিনি বিরাট হৃদয়ের মানুষ। অসহায় দরিদ্র মানুষের পাশে তিনি সব সময় দাঁড়িয়েছেন। তাঁর সেই উদার মনের পরিচয় পাওয়া গেলো সম্প্রতি প্রকাশিত তাঁর উইলের মধ্যেও।

উইলে নিজের ভাইবোনদের সম্পত্তির অংশ দিয়েছেন রতন টাটা। ভাই জিমি টাটা, দুই সৎ বোন শিরিন ও ডিয়ানা কাউকেই ভোলেননি তিনি। কিন্তু এরই সঙ্গে সেই উইলে উল্লিখিত নামগুলি থেকে পরিষ্কার হয়ে গিয়েছে, যাঁরা তাঁর দীর্ঘদিনের সঙ্গী তাঁদের ভোলেননি প্রবীণ মানুষটি। নিজের পরিচারককেও দিয়েছেন সম্পত্তির ভাগ।

কেবল মানুষ নয়, না-মানুষকেও সম্পতির অংশ দিয়ে গিয়েছেন টাটা। প্রিয় পোষ্য টিটোকেও ভোলেননি তিনি। তিনি মনে করেন, শুধু শিল্পপতি নয়, ‘মানুষ শিল্পপতি’ হয়ে ওঠাই আসল কাজ।

টাটা গ্রূপের মাধ্যমে জানা গেছে, রতন টাটার ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ ১০ হাজার কোটি টাকারও বেশি। আর সেই সম্পত্তির একটি অংশ তিনি দিয়ে গিয়েছেন তাঁর ব্যক্তিগত রাঁধুনি রজন সাউকে। প্রায় তিরিশ বছর রতন টাটার বাড়িতে কাজ করতেন তিনি। এছাড়া নিজের বাটলার সুব্বাইয়া এবং এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট শান্তনু নাইডুকেও নিজের উইলের ভাগ দিয়ে গিয়েছেন কিংবদন্তি শিল্পপতি।

এখানেই শেষ নয়, তাঁর প্ৰিয় পোষ্যকে তিনি বঞ্চিত করেন নি। উইলে রয়েছে জার্মান শেফার্ড টিটোর নামও। এই প্রিয় পোষ্যটি প্রায় ৬ বছর আগে তাঁর জীবনে এসেছিল। এর আগেও একই নামে একটি কুকুর ছিল তাঁর। সেটির মৃত্যুর পর নতুন করে কুকুর পোষেন তিনি। নাম রাখেন একই। এমনিতে এই না-মানুষদের প্রতি রতন টাটার অনুরাগের কথা কারও অজানা নয়। তাঁর এই উদারতা দেখে বিস্মিত নাগরিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + 6 =