মালদহে পঞ্চায়েত সদস্য সহ ৫০০ জন কংগ্রেস কর্মী তৃণমূলে যোগদান করলেন।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: মঙ্গলবার ২৯,অক্টোবর :: আবারো বড়সড় ভাঙ্গন বিরোধী দল কংগ্রেসে। পঞ্চায়েত সদস্য সহ ৫০০ জন কংগ্রেস কর্মী তৃণমূলে যোগদান করলেন। রবিবার রাতে কালিয়াচক ১ গ্রাম পঞ্চায়েতের নয়াবস্তি এলাকায় তৃণমূলের এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সেখানেই রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিনের উপস্থিতিতেই কংগ্রেস দল ছেড়ে আসা নেতা কর্মীরা তৃণমূলের ঝান্ডা হাতে তুলে নেন । এমনকি সংশ্লিষ্ট এলাকার মাহাতাব সেখ কংগ্রেসের স্থানীয় এক পঞ্চায়েত সদস্য এদিনের এই যোগদান শিবিরে উপস্থিত হয়ে তৃণমূলের দলীয় ঝান্ডা হাতে তুলে নেন ।

এরফলে কালিয়াচক ১ গ্রাম পঞ্চায়েতে নয়াবস্তি এলাকায় তৃণমূলের অনেকটাই সংগঠন মজবুত হলো বলেও দাবি করেছেন স্থানীয় দলীয় নেতৃত্ব । এদিনের এই যোগদান শিবিরে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের বন ও ভূমি কর্মদক্ষ আব্দুর রহমান, মালদা জেলা তৃণমূলের সহ-সভাপতি মেহবুব আলম, অঞ্চল সভাপতি মাসিদুর রহমান সহ তৃণমূলের একাধিক নেতৃত্ব।

মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, কংগ্রেস দল থেকে এদিন গ্রাম পঞ্চায়েত সদস্য মাহাতাব সেখ সহ ৫০০ জন কর্মী তৃণমূলে যোগদান করেছেন। এতদিন এরা বিরোধী দলে থেকেও যোগ্য মর্যাদাটুকু পান নি । এছাড়াও মুখ্যমন্ত্রীর উন্নয়নের ওপর ভরসা করেই তাঁরা তৃণমূলকেই বেছে নিয়েছেন। এদিন একটি জনসভার মাধ্যমে এই যোগদান শিবিরের আয়োজন করা হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × one =