সাত সকালে কলকাতায় আবার আগুন – আহত এক

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোলকাতা :: মঙ্গলবার ২৯,অক্টোবর :: প্রিন্স আনোয়ার শাহ রোডে গ্যাস সিলিন্ডার ফেটে বাড়িতে আগুন লাগল। ওই বাড়িরই ২২-২৪ বছরের ছেলে অগ্নিদগ্ধ হন। গুরুতর জখম অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় এম আর বাঙুর হাসপাতালে। আশেপাশের আরও ৩-৪টি ঘর ক্ষতিগ্রস্ত। ঘটনাস্থল থেকে দুটি গ্যাস সিলিন্ডার উদ্ধার হয়েছে। দমকলের ৫টি ইঞ্জিন একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘিঞ্জি গলির মধ্যে ১৪৮ নম্বর প্রিন্স আনোয়ার শাহর রোডে এই দোতলা বাড়ি। স্থানীয়দের দাবি, এদিন ভোর সাড়ে ৫টা নাগাদ বাড়ির একতলায় রান্না করছিলেন এক মহিলা। সেই সময় গ্যাস সিলিন্ডার লিক করে আগুন ধরে যায়। মহিলা বেরিয়ে আসতে পারলেও, দোতলায় থাকা তাঁর ছেলে বেরোতে না পেরে অগ্নিদগ্ধ অবস্থাতেই ওপর থেকে ঝাঁপ দেন।

স্থানীয়দের অভিযোগ, ঘটনাস্থল তাদের এলাকায় পড়ে না বলে টালবাহানা করে গলফ গ্রিন ও চারু মার্কেট থানার পুলিশ। লেক থানায় জানাতে বলে। ফলে একঘণ্টা দেরিতে আসে দমকল। ততক্ষণে আগুন অনেকটাই ছড়িয়ে পড়ে। ঘটনাস্থল থেকে দুটি গ্যাস সিলিন্ডার উদ্ধার হয়েছে। অভিযোগ খতিয়ে দেখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × three =