আসন্ন দীপাবলির প্রাক্কালে মালদায় জমে উঠল প্রদীপ কেনাকাটার বাজার।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বুধবার ৩০,অক্টোবর :: আসন্ন দীপাবলির প্রাক্কালে মালদায় জমে উঠল প্রদীপ কেনাকাটার বাজার। চিরাচরিত মাটির প্রদীপের পাশাপাশি

এবছর বাজার দখল করেছে রঙ-বেরঙের মোমের প্রদীপ। যা মন ভরাচ্ছে ক্রেতাদের। তাই আলোর উৎসব দীপাবলি উপলক্ষে চিরাচরিত মাটির প্রদীপের পাশাপাশি হু হু করে বিকোচ্ছে রঙ বাহারি মোমের প্রদীপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − nine =