নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাটোয়া :: বুধবার ৩০,অক্টোবর :: পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের মূল আকর্ষণ ক্ষ্যাপা কালিতলার খেপি মা । একাধিক জনশ্রুতি চালু আছে আজও মানুষের মুখে মুখে ,
ক্ষ্যাপা কালিতলার কার্যকরী সভাপতি শ্যামল ঘোষের সঙ্গে কথা বলে জানা যায় প্রায় ৪০০ বছর আগে পূর্ব বর্ধমান জেলার, কাটোয়ার মালোপাড়া অধুনা ক্ষ্যাপা কালীতলা পাড়ায় মালো সম্প্রদায় বলে একটি সম্প্রদায় ভাগীরথী তীরবর্তী এলাকায় বসবাস করত।
জানা যায়,পুজোর ঠিক আগে একটি কাঠামো( মা কালীর) ভাগীরথী তীরবর্তী স্থানে লেগে আছে। তারা মা কালীর সেই কাঠামো তুলে এনে পুজো শুরু করে। পুজো শুরু হয় তালপাতার ছাউনির নিচে সাকত্ব মতে। ওই এলাকায় মালো সম্প্রদায়ের লোকজন বসবাস করত বলে সেখানকার নাম ছিল, মালে পাড়া। বর্তমানে ক্ষ্যাপা কালি তলা পাড়া বলে পরিচিত।
এখন দেবী পুজিত হন পাকা মন্ডপের নিচে। খ্যাপা কালীতলার পূজো কমিটির সম্পাদক সুজন বৈরাগ্য বলেন ৩১ অক্টোবর মায়ের পুজো হবে এবং ১ নভেম্বর মায়ের শোভাযাত্রা সহকারে সুনির্দিষ্ট রাস্তা দিয়ে শহর পরিক্রমায় বেরোবে , কাটোয়া শহর পরিক্রমার শেষে গোয়ালপাড়ার ঘাটে মাকে বিসর্জন করা হয় তারপর সেই কাঠামো তুলে এনে পুনঃস্থাপন করে প্রত্যেক দিন মায়ের পূজো হয় সারা বছর ধরে।