মধ্যমগ্রামে ভয়াবহ অগ্নিকান্ড – মৃত এক আহত কয়েক জন

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মধ্যমগ্রাম :: বুধবার ৩০,অক্টোবর :: কালীপুজোর আগেরদিন সবাই যখন উৎসবের মেজাজে, ঠিক সেই সময় মধ্যমগ্রামের বাদু রোডে এক রাসায়নিক কারখানায় আগুন লাগে। ভয়াবহ অগ্নি কাণ্ডে ঝলসে মৃত্যু হল কারখানার এক কর্মী। জখম একাধিক। কয়েকজন এখনও ভেতরে আটকে রয়েছেন বলে খবর।

ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একাধিক ইঞ্জিন। সূত্রের খবর, এদিন দুপুরে আচমকা ওই কারখানায় আগুন লেগে যায়। তবে কী থেকে আগুন তা এখনও স্পষ্ট নয়।

জানা যাচ্ছে, ঘটনাস্থল থেকে একজনকে অগ্নিদগ্ধ এবং দু’জনকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়। পরে মৃত্যু হয় একজনের। ভেতরে আটকে রয়েছেন আরও কয়েকজন। গোটা ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

দমকল ও পুলিশ দ্রুততার সঙ্গে কাজ করে চলেছে। তাদের প্রাথমিক লক্ষ ভেতরে আটকে থাকা মানুষদের উদ্ধার করা। প্রথমে ৩টি ও পরে আরও ২টি ইঞ্জিন ঘটনাস্থলে আছে। কারখানায় প্রচুর দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দমকলের পাশাপাশি আগুন নেভানোর কাজে হাত লাগান কারখানার কর্মীরা। এগিয়ে আসেন স্থানীয়রাও।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরও একাধিক ইঞ্জিন আনা হচ্ছে বলে দমকল সূত্রের খবর। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনমানসেও তীব্র আতঙ্ক ছড়িয়েছে। কারখানায় পর্যাপ্ত অগ্নি নির্বাপণ ব্যবস্থা ছিল না বলে অভিযোগ। স্থানীয়দের এই অভিযোগও খতিয়ে দেখছে দমকল বিভাগ। তবে অগ্নিকানডের বিষয়ে কারখানা কর্তৃপক্ষর কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 3 =