নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেমারী :: বৃহস্পতিবার ৩১,অক্টোবর :: পূর্ব বর্ধমান জেলার মেমারীর আমাদপুরে কালী ঠাকুরেরা ৪ বোন থাকেন একসঙ্গে, রয়েছে প্রায় ৫০০ বছরের ঐতিহ্যবাহী ইতিহাস
পূর্ব বর্ধমান জেলার আমাদপুরে ৪০০ বছরেরও বেশি সময় ধরে কালী পুজো হয়ে আসছে। শুধু তাই নয় এই চার বোন ছাড়াও গোটা গ্রামে রয়েছে কমবেশি প্রায় ১০০ কালী। সিদ্ধেশ্বরী, বুড়িমা, ডাকাত কালী, ক্ষ্যাপা মা, আনন্দময়ী মা-সহ বিভিন্ন নামে তাঁদের পুজো করা হয়।
কালীপুজো নিয়ে গোটা বাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে নানান ইতিহাস ও কাহিনি। যেমন পূর্ব বর্ধমানের কালী গ্রামে কালী ঠাকুরেরা চার বোন একসঙ্গে থাকেন। বড়মা,মেজমা,সেজমা ও ছোটমা। আর ৪ বোনই পূজিতা হন গ্রামে।
পূর্ব বর্ধমানের মেমারীর আমাদপুরে প্রায় ৫০০ বছর সময় ধরে এই নামেই পুজো হয়ে আসছে। শুধু তাই নয় এই চার বোন ছাড়াও গোটা আমাদপুর গ্রামে রয়েছে কমবেশি ১০০টি কালী। সিদ্ধেশ্বরী, বুড়িমা, ডাকাত কালী, ক্ষ্যাপা মা, আনন্দময়ী মা-সহ বিভিন নামে দেবীকে পুজো করা হয় ওই গ্রামে।
তাই এই অঞ্চল সাধারণ মানুষের কাছে কালীগ্রাম নামেই পরিচিত। বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো হলেও, এই গ্রামের মানুষ কালীপুজোকে কেন্দ্র করেই উৎসবে মেতে ওঠে। আর শুধু কালী নয়, পাশাপাশি পুজো হয় ভৈরবেরও। এককথায় কালীপুজোকে ঘিরে উৎসবের আনন্দে মেতে উঠে আবাল বৃদ্ধ বনিতা।