নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শুক্রবার ১,নভেম্বর :: অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলো শান্তিনিকেতন এক্সপ্রেস। দাঁড়িয়ে থাকা মালগাড়ির পিছনে চলে এলো শান্তিনিকেতন এক্সপ্রেস। জানা যায় সিগনাল গ্রিন থাকায় এই ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমান জেলা ও হুগলির বর্ডার এরিয়ায় ঝাপানডাঙ্গা স্টেশনের কাছে ।
জানা যায় গুরাপ ও ঝাপানডাঙ্গা রেলস্টেশনের মাঝে ইঞ্জিন সমস্যার কারণে দাঁড়িয়ে যায় একটি মাল গাড়ি, একই লাইনে হাওড়া শান্তিনিকেতন এক্সপ্রেস হাওড়া থেকে আসছিল সিগন্যাল গ্রিন থাকায় একই লাইনে ঢুকে যায় শান্তিনিকেতন এক্সপ্রেসটি।
বিকল হয়ে পড়ে থাকা মাল গাড়িটি দেখতে পেয়ে দক্ষতার সঙ্গে শান্তিনিকেন এক্সপ্রেসের ড্রাইভার থামিয়ে দেন এক্সপ্রেস ট্রেনটি, যার জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল শান্তিনিকেতন এক্সপ্রেস।
প্রত্যক্ষদর্শীরা জানান সিগন্যাল গ্রিন থাকার কারণেই একই লাইনে ঢুকে যায় গাড়িটি। প্রশ্ন উঠছে যখন ওই লাইনে একটি মালগাড়ি বিকল হয়ে পড়ে রয়েছে সেক্ষেত্রে কিভাবে লাইনের সিগন্যাল গ্রিন ছিল? চালক তৎপরতার সঙ্গে ট্রেনটি না থামালে আজ বহু মানুষের প্রাণহানি হতে পারতো বলে ধারণা করা হচ্ছে।