নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: শুক্রবার ১,নভেম্বর :: মহাকালেশ্বরের মন্দিরের মহাকালেশ্বরকে দেখতে এবার কালীপূজায় দর্শনার্থীরা ভিড় জমাচ্ছেন। সঙ্গে পাচ্ছেন ম্যানগ্রোভ চারা নবায়ন সংঘ ৬৫ বছরে এবার উজ্জয়নীর মহাকালেশ্বরী মন্দিরের আদলে পূজা মন্ডপ পাশাপাশি কালীমাতা কে সাজিয়ে তোলা হয়েছে
যেখানে কালী ঠাকুরের দশটা হাত দশটা পা সঙ্গে দেবী দুর্গাকে রাখা হয়েছে | রণচন্ডীমাকে রামকৃষ্ণ খাইয়ে দিচ্ছে সেই মূর্তির আদল তুলে ধরা হয়েছে এই পূজা মন্ডপে। শিকরাকুলি গ্রামের রামকৃষ্ণ মঠ ও মিশনের স্বামী গতনন্দজী মহারাজ বসিরহাট পৌরসভার পৌর মাতা অদিতি মিত্র রায় চৌধুরী ও সুবীর সরকার পূজো মন্ডপ উদ্বোধন করে হাজার দ্বীপ জ্বালিয়ে মায়ের আরতি করেন।
পাশাপাশি ফুল বেলপাতা দিয়ে মাকে নৈবিদ্য দেন ঢাক ঢোল ঘণ্টার মধ্যে দিয়ে মহাকালেশ্বরের মন্দিরের মহাকাল কালী মাতাকে পুষ্প দীপ দিয়ে শ্রদ্ধার্ঘ্য করেন সম্পাদক অসময় ভট্টাচার্য, সজল মজুমদার। ক্লাবের সদস্যরা এদিন বলেন যারা উত্তরপ্রদেশে উজ্জয়নী যেতে পারছে না সেসব দর্শনার্থীদের জন্য আমরা এই প্রতিমা তৈরি করেছি পাশাপাশি সবুজ আইনের মধ্য দিয়ে বিশ্ব উষ্ণায়নের রুখে দেওয়ার বার্তা দিচ্ছি।
একদিকে যেভাবে গাছ নিধন চলছে। সেইটার প্রতিহত করার জন্য গাছ দিয়ে সচেতনদার বার্তা দিচ্ছি অন্যদিকে গাছ লাগান প্রাণ বাঁচান মূল মন্ত্র নিয়ে আমরা এবারে শ্যামা মায়ের পুজোয় ব্রতী হয়েছি।