নৈহাটি: উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত এবং নৈহাটি কালী পুজোর জন্য বিখ্যাত।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নৈহাটী :: শুক্রবার ১,নভেম্বর :: : উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত এবং নৈহাটি কালী পুজোর জন্য বিখ্যাত। নতুন নতুন ভাবনার পুজো মন্ডপ নজরকাড়ে এই দুই শহরে।

নৈহাটির কালীপুজো এখন শুধু আর নৈহাটির মধ্যে সীমাবদ্ধ নেই। পার্শ্ববর্তী কাকিনাড়া, ভাটপাড়া, পানপুর সহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। কাকিনাড়া স্টেশন থেকে কিছু পথ হাঁটলেই পানপুর চৌমাথায় বিডিও অফিসের পাশেই ওল্ড কেএমডিএর মাঠে পানপুর বালক বৃন্দের শ্যামাপুজোর আয়োজন করা হয়। এবছর ৩৯তম বর্ষে পদার্পণ করল এই পুজো মন্ডপ।

যেখানে রাজ্যের বিভিন্ন প্রান্ত গ্রাম-গঞ্জের মানুষজনরা ছুটে আসছেন তাজমহল দর্শনে। এবারকার পুজোর থিম তাজমহলের অনুকরণে মন্ডপ। শ্যামাপ্রতিমার বৈশিষ্ট্যও বেশ চমৎকার ও আকর্ষণীয়। মেদিনীপুর ‘থেকে এই প্রতিমার আগমন। প্রতিমার রূপ লক্ষ লক্ষ দর্শকের মন জয় করছে । পুজোকে কেন্দ্র করে পাশে মেলা বসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + 20 =