নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাটোয়া :: শুক্রবার ১,নভেম্বর :: পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ২ নম্বর ব্লকের পলসোনা গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত রোন্ডাগ্ৰামে শর্মামণ্ডল বাড়ির একই মন্দিরে জোড়া কালী ঠাকুর।
রোন্ডাগ্ৰামে শর্মামণ্ডল বাড়ির মন্দিরে মহা ধুমধামের সঙ্গে জোড়া কালীপুজো অনুষ্ঠিত হলো। এই পুজো প্রায় ৩৫০ বছরের পুরনো।
শর্মামণ্ডল বাড়ির মন্দিরে জোড় কালী ঠাকুরের পুজো বৈষ্ণবমতে পুজো করা হয়। পুরাতন প্রথা মেনে পুজো হয়ে আসছে। এই পুজোয় চালকুমড়ো বলি হয়। শর্মামণ্ডল বাড়ির সদস্যরা মন্দির প্রাঙ্গণে উপস্থিত হয়েছিল। শর্মামণ্ডল বাড়ির মন্দিরে জোড়া কালীপুজো দেখতে এলাকার মানুষেরা ভিড় জমায়।