নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: শনিবার ২,নভেম্বর :: শনিবার সকালে হাওড়া ময়দানের কাছে গঙ্গা নদীর পাড়ে তেলকল ঘাটে এই বোন ফোঁটার আয়োজন করে রিজুবিনেটরস ফর এনভারমেন্ট নেচার এন্ড ইউনাইটেড সোসাইটি নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা।
এই সংস্থার প্রধান পরিবেশবিদ সুভাষ দত্ত বলেন সামাজিক এবং ধর্মীয়ভাবে ভাইফোঁটা চালু আছে। কিন্তু তিলোত্তমার লড়াইকে স্মরণীয় করে তুলতে তারা এই বোন ফোঁটার আয়োজন করেছেন। এর মাধ্যমে একটি বার্তা দিতে চান তিলোত্তমার লড়াই কে স্মরণীয় করে রাখা।
এখন থেকে প্রতি বছর এই বোন ফোঁটা চলবে। এই বার্তা শুধু এই রাজ্যে নয় সারা দেশে এবং পৃথিবীতে ছড়িয়ে পড়ুক। এদিন তিলোত্তমার প্রতীকি ছবিতে নিজে হাতে ফোঁটা দেন সুভাষ দত্ত। ফোঁটা দেওয়ার সময় উপস্থিত সকলে বলেন তিলোত্তমা অমর রহে।