দীপাবলীর রাতে বাজি পোড়ানোর সময় উলুবেড়িয়ায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু ৩ খুদের

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ ::হাওড়া :: শনিবার ২,নভেম্বর :: বাজি পোড়ানোর সময় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল তিনজনের। শুক্রবার দীপাবলীর রাতে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়ার ২৭ নম্বর ওয়ার্ডের বাণীতলায়। মৃতদের মধ্যে দুজন নাবালিকা ও একজন নাবালক।

পুলিশ জানায়, মৃতেরা হল ঈশান ধাড়া(৩), মমতাজ খাতুন(৫) ও সায়ন্তিকা মিস্ত্রি(১১)। রাতে ঘরের মধ্যে ফুলঝুড়ি পোড়াচ্ছিল কচিকাঁচারা। তখন আচমকা বাজির আগুনের ফুলকি থেকে ঘরের মধ্যে আগুন লেগে যায়। নিমেষেই আগুনের লেলিহান শিখা গোটা ঘরে ছড়িয়ে পড়ে। ঘরের ভেতর খাট-বিছানা সহ সমস্ত আসবাবপত্র দাউদাউ করে জ্বলতে থাকে।

ঘরের মধ্যেই আটকে পড়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় তিনজনের। কয়েকজন কোনওমতে বাইরে বেরিয়ে এসে প্রাণে বাঁচেন। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয়। পুলিশ, রাফও ঘটনাস্থলে যায়। আশপাশের লোকজনও আগুন নেভাতে কাজে নামেন।

দ্রুত আগুন নিভিয়ে ফেলা গেলেও ততক্ষণে বাজির আগুনে কার্যত ভস্মীভূত হয়ে যায় দুটি ঘর। তিনজন আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যায়। তবে দমকল ও পুলিশ লাগোয়া এলাকা থেকে প্রায় ১৫-১৬ জনকে উদ্ধার করে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 13 =