নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: রবিবার ৩,নভেম্বর :: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার ঘোজাডাঙ্গা সীমান্তের ১০২ নম্বর ব্যাটালিয়নের সীমান্তরক্ষী জওয়াাদের ফোঁটা দিল সীমান্তের বোনেরা ।
কারণ এই সময় সীমান্তে যারা বাড়িতে থাকলে বোনেরদের কাছ থেকে ভোট নিতে আশীর্বাদ শুভেচ্ছা নিতেন। এবং তাদের আশীর্বাদ দিতেন তাই আজকের দিনে যাতে বোনেরদের ভাইফোঁটা থেকে বঞ্চিত না হয় তার জন্য সীমান্ত রক্ষী বাহিনী যারা দিনরাত এক করে দেশের নিরাপত্তা দেয় তাদেরকে ভাইফোঁটা দিলেন সীমান্তের বোনেরা।
অন্যদিকে বসিরহাটের প্রাচীন সংগঠন নবোদয় ৬৫ বছরে এবারে তারা অনাথ শিশুদের জন্য ভাইফোটার আয়োজন প্রতিবছর দীপাবলীর ভাই ফোটার বসিরহাটের একটি অনাথদের স্বেচ্ছাসেবী সংগঠনের ভাইবোনেরা এখানে এসে তাদের একে অপরের মধ্যে ভাইফোঁটা দিয়ে তাদের মিষ্টিমুখ করিয়ে একটু আশীর্বাদ শুভেচ্ছা বিনিময় করেন
যাদের সমাজে কেউ নেই বাবা-মা অনেক দিন আগেই বিচ্ছিন্ন হয়ে গেছে হারিয়ে গেছে মারা গেছে তারা যেন এই দিনটা থেকে বঞ্চিত না হয় তার জন্য এই ভাইফোঁটার মধ্য দিয়ে দীর্ঘ আয়ু কামনা করেন। রিলাইফ হ্যাপি হোমের সম্পাদিকা সুদেষ্ণা মন্ডল।
সুপলি মজুমদার ভাইফোঁটা আয়োজন করেছে যেসব সংগঠনের সদস্যরা অর্পিতা বসু সহেলি বসু, পলি মজুমদার। মৌসুমী বসু বুলবুলি দাস অন্যান্য সদস্যরা আজ এই ভাইফোঁটার মধ্য দিয়ে তাদের আশীর্বাদ শুভেচ্ছা দীর্ঘ আয়ু কামনা করেন। প্রতিবছরের দীপাবলি অনুষ্ঠানের ঐতিহ্য এই ভাইফোঁটা নবোদয়ের সঙ্গে বহন করে চলেছে।