নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: সোমবার ৪,নভেম্বর :: রাতের অন্ধকারে কোচবিহার সাগর দিঘিতে তৈরি হওয়া ছট পূজার ঘাট ভেঙে সরিয়ে দিল প্রশাসন । ঘটনায় ছট পূজা করা নিয়ে চিন্তায় প্রায় ২০০ বেশি পরিবার । তারা কোথায় পূজা করবেন তা নিয়ে চিন্তায় রয়েছেন ।
দীর্ঘ প্রায় ৩০ বছরের বেশি ধরে সাগর দিঘিতে পূজা করে আসছেন কোচবিহার শহরের বিভিন্ন ওয়ার্ডের মানুষ । তবে প্রশাসনের সূত্রে খবর বর্তমান কোচবিহার শহর হেরিটেজ সাগরদিঘী হেরিটেজ মধ্যে পড়ে তাই সাগর দিঘীকে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। তবে যদিও এ বিষয় নিয়ে প্রচার অনেক কোন অধিকারই কোনরকম প্রতিক্রিয়া দিতে চাইছেন না ।
প্রায় ৩০ বছর ধরে কোচবিহার শহরের বিভিন্ন ওয়ার্ডের মানুষ সাগর দিঘীতে ছট পূজা করে আসছেন । প্রতিবছরই কালী পূজার পরেই তারা সাগর দিঘীতে ছট পূজার ঘাট তৈরি করেন । ঘাট তৈরি করেছেন । তবে রাত প্রায় একটা নাগাদ প্রশাসনের পক্ষ থেকে সেই রাতের অন্ধকারে বাস দিয়ে সাজানো ঘাট ভেঙে সরিয়ে দেওয়া হয়েছে । তবে প্রশ্ন হচ্ছে রাতের অন্ধকারে কেন সরিয়ে দেওয়া হলো।