ছট পুজো মূলত মহিলাদের পালিত এক উৎসব

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: সোমবার ৪,নভেম্বর :: ভ্রাতৃ দ্বিতীয়া। আর এর ঠিক দুদিন পরেই আগামী ৫ নভেম্বর শুরু হচ্ছে ছট পুজো। এই পুজো চলবে ৪ দিন ধরে। সূর্যোদয় ও সূর্যাস্তের সময় পরিবারের মঙ্গল কামনায় মূলত মহিলারা এই উৎসব পালন করেন।

বৈদিক যুগ থেকে কার্ত্তিক মাসের শুক্ল ষষ্ঠীতে সূর্য দেবতার পুজো চলে আসছে। প্রধানত ভারতের উত্তরাখণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ ও নেপালে ছট পুজো হয়। তবে ভারত ছাড়াও পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়ার একাধিক দেশ ও অস্ট্রেলিয়ায় ছট পুজোর প্রচলন আছে।

এই পুজোয় দেওয়া এই ফলগুলির বিশেষ গুরুত্ব রয়েছে। ছট পুজো আসলে সূর্য পুজো। একদম ভোর বেলা বা বিকেলে সূর্যের দিকে মুখ করে পরিবারের কল্যাণে প্রার্থনা করা হয় এই পুজোতে। ওই সমস্ত প্রদেশের কমবেশি সমস্ত মহিলারাই এই উৎসব পালন করেন।

বৈদিক নিয়ম অনুযায়ী ছট পুজোতে ‘কলা’ দান করা অপরিহার্য। কিন্তু কলা ছাড়াও আরও চার রকমের ফল দান করা হয় এই পুজোতে। অনেকেই গঙ্গায় বা কোনো জলাশয়ে ফল দান করেন। পুরান মতে ৫টি ফল দান করা এই পুজোর অঙ্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + nineteen =