উপভোক্তাদের আরও দাবি, সরকারি নিয়ম অনুযায়ী তাদের বাড়ির-ই তথ্য যাচাই করা হোক এবং যারা সঠিকভাবে প্রাপ্য তারা যেন ঘর পায়

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: সোমবার ৪,নভেম্বর :: পূর্ব বর্ধমান জেলার মেমারি দুই ব্লকের অন্তর্গত বোহার দুই অঞ্চলের অধীনে বোহার হাটতলায় সোমবার ১৯৬ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণি আবাস যোজনায় ঘর সার্ভে করেছিলেন।

উপভোক্তাদের দাবি যারা গরিব শ্রেণী অর্থাৎ মাটির বাড়িতে বসবাস করছেন তাদের তথ্য সংগ্রহ হয়নি, যাদের পাকা বাড়ি অর্থাৎ ইটের বাড়ির রয়েছে,তাদের তথ্য আবাস যোজনার তদন্ত কারীরা সংগ্রহ করেছেন অথচ যাদের মাটির বাড়ি তাদের বাড়ি ইনকোয়ারি করা হয়নি।

উপভোক্তাদের আরও দাবি, সরকারি নিয়ম অনুযায়ী তাদের বাড়ির-ই তথ্য যাচাই করা হোক এবং যারা সঠিকভাবে প্রাপ্য তারা যেন ঘর পায়। মেমারি থানার সাতগেছিয়া পুলিশ ফাঁড়ির খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছান এবং বিক্ষোভকারীদের আলোচনার মাধ্যমে তাদের সেই জায়গা থেকে সরিয়ে দেন।

মেমারি দুই ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক বলেন এই সার্ভেটা কয়েক বছর আগে হলেও এখন নতুন করে সার্ভে হবে, আর এই সার্ভে কোন অঙ্গনওয়ারী ও আশা দিদিরা সার্ভে করবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 2 =