সীমান্তে উত্তেজনার মধ্যেই বিএসএফের গুলিতে রক্ত ঝরলো এক যুবকের ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বালুরঘাট :: মঙ্গলবার ৫,নভেম্বর :: সীমান্তে উত্তেজনার মধ্যেই বিএসএফের গুলিতে রক্ত ঝরলো এক যুবকের। রাতের অন্ধকারে কর্তব্যরত জওয়ানদের হুশিয়ারি উপেক্ষা করায় এই ঘটনা। সোমবার রাতের ওই ঘটনাকে ঘিরে এদিন সকাল থেকে তুমুল উত্তেজনা ছড়ায় দক্ষিণ দিনাজপুরের পতিরাম থানার কুমারগ্রাম সীমান্ত এলাকায়।

বিএসএফ সুত্রের খবর অনুযায়ী আহত ওই যুবকের নাম ভজন বর্মন (২২)। বালুরঘাট থানার বাদামাইল গ্রামের ওই যুবক পেশায় দিনমজুর। অভিযোগ, সোমবার রাতে পতিরাম থানার ঠাকুরপুরা কুমারগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিলেন তিনি। যে সময় সীমান্তে প্রহরারত বিএসএফ জওয়ানরা তাকে একাধিকবার সতর্ক করলেও তিনি তাতে কর্ণপাত করেননি।

এরপরই বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে ডান হাতে গুলি লেগে রক্তাক্ত হন তিনি। গুলিবিদ্ধ অবস্থায় তাকে তৎক্ষণাৎ বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে। বিএসএফ সূত্রে আরো জানা গেছে, ওই যুবক রাতের অন্ধকারে বারবার সতর্কবার্তা অগ্রাহ্য করে সীমান্তের দিকে এগোচ্ছিলেন, যা সীমান্ত সুরক্ষার জন্য যথেষ্টই উদ্বেগজনক বলে মনে করছে তারা।

আহত ভজনের পরিবারের স্বীকারোক্তি অনুযায়ী, ওইদিন রাতে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল সে। এদিকে এই ঘটনার পরেই বিএসএফের উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছেন। ঘটনার জেরে সীমান্ত সংলগ্ন এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয়দের মধ্যে বেড়েছে উদ্বেগও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × one =