নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: বুধবার ৬,নভেম্বর :: হাওড়ার সাকরাইলের কলোড়া গ্রাম পঞ্চায়েতে বসবাসকারী জরি শিল্পীদের বেহাল দশা। এখানে প্রায় একশ ঘর পরিবার এই জরি শিল্পের সাথে যুক্ত।
তারা জানান বর্তমানে কাঁচামালের জিনিসের দাম এত বেড়ে যে কোলকাতা থেকে মাল কিনে নিয়ে এসে বাইরের বাজারে বিক্রি করলেও তারা যে পরিমাণ পারিশ্রমিক পান তাতে তাদের বিশেষ লাভ হয় না।
তারা এই ভাবেই তাদের বংশ পরম্পরার পেশা কে চালিয়ে আসছেন। জরি শিল্পের সাথে যুক্ত শ্রমিকরা জানান যদি তারা সরকারি সুযোগ সুবিধা পেতেন, তাহলে তারা বিশেষ ভাবে উপকৃত হতেন। যদিও তারা জানান আগের থেকে তাদের আর্থিক অবস্থার কিছুটা উন্নতি হলেও তারা পুরোপুরি সচ্ছল নন।