আবাস যোজনায় বেনিয়মের অভিযোগ তুলে মন্দির বাজারের বিডিও অফিস ঘেরাও করে ডেপুটেশন আইএসএফের

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: মন্দিরবাজার :: বুধবার ৬,নভেম্বর :: আবাস যোজনার একাধিক বেনিয়মের অভিযোগ তুলে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিরোধীরা সরব হয়েছে। কোথাও বিডিও অফিস ঘেরাও কোথাও বা আবাস যোজনার কাজের সঙ্গে যুক্ত থাকা কর্মীদেরকে আটকে রেখে বিক্ষোভ দেখিয়েছে এলাকার বাসিন্দারা।

এবার দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার এলাকায় আবাস যোজনার বেনিয়মের অভিযোগ তুলে মন্দির বাজারের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিসের সামনে ঘেরাও করে ডেপুটেশন দেন আইএসএফের কর্মী সমর্থকেরা। আইএসএফের কর্মী সমর্থকদের দাবি, আবাস যোজনায় সার্ভে সংক্রান্ত বিষয় নিয়ে একাধিক বিনিয়ম হচ্ছে যোগ্য প্রাপকদের নাম তালিকা থেকে বাদ দেয়া হচ্ছে।

অন্যদিকে যাদের পাকা বাড়ি রয়েছে তাদেরকে এই যোজনায় আওতায় এনে তাদের নাম নথিভুক্ত করা হচ্ছে। এছাড়াও একাধিক বিনিয়ম হচ্ছে আবাস যোজনার সার্ভে সংক্রান্ত বিষয় নিয়ে এবং আবাস প্লাস যোজনা ঘর প্রাপকদের নিয়ে।

মূলত আন্দোলনকারীদের দাবি আবাস যোজনায় একাধিক বিনিয়ম করা হচ্ছে যোগ্য প্রাপকদের নাম তারা তালিকাভুক্ত করছে না অন্যদিকে শাসকদলের কর্মীদেরকে বেছে বেছে এই আবাস যোজনার সুবিধা দেয়া হচ্ছে। আই এস এফের কর্মী সমর্থকদের পাশাপাশি আবাস যোজনা যোগ্য প্রাপকরা এই ডেপুটেশন কর্মসূচিতে সম্মিলন করছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 3 =