নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বৃহস্পতিবার ৭,নভেম্বর :: বর্ধমান শহরে বিসি রোড সিএম এস হাই স্কুলের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য পাঠানো ট্যাবের টাকা ‘চলে গিয়েছে’ উত্তর দিনাজপুরের কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে। ‘গায়েব হওয়া টাকা’ কোথায় গেল, তার তদন্তে নেমে এমনটাই জানতে পারল জেলা পুলিশ প্রশাসন।
বর্ধমান শহরের বিসি রোড সিএমএস হাই স্কুলের একাদশ ও দ্বাদশ শ্রেণী নিয়ে মোট ২৮জন পড়ুয়া এই ট্যাবের টাকা অন্য একাউন্টে চলে গিয়েছে। অন্য দিকে, এখনও পর্যন্ত পূর্ব বর্ধমান জেলার ৫২২ জন পড়ুয়া ট্যাবের টাকা পাননি। সে নিয়ে তদন্ত চলছে বলে পুলিশ সূত্রে খবর।
এ নিয়ে তদন্তের পর জেলা প্রশাসনের তরফে জানা গিয়েছে, শুধু বর্ধমান সিএমএস হাই স্কুলই নয়, জেলার আরও কয়েকটি স্কুল মিলিয়ে মোট ৫২২ জন পড়ুয়ার তাঁদের ট্যাবের টাকা পাননি। এ-ও জানা গিয়েছে, ওই সমস্ত টাকা উত্তর দিনাজপুরে কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে।