নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেদিনীপুর :: শুক্রবার ৮,নভেম্বর :: আগামী ১৩ নভেম্বর মেদিনীপুর বিধানসভা উপনির্বাচন ! মেদিনীপুরের বিজেপি প্রার্থী শুভজিৎ রায়ের সমর্থনে বৃহস্পতিবার বিকেলে শুভেন্দু অধিকারীর একটি মহামিছিল করার কথা ছিল। সেই মতোই দলীয় কর্মী সমর্থকরা ও প্রস্তুত হয়েছিলেন।
তবে মেদিনীপুরের রিটার্নিং অফিসার তথা মহকুমা শাসক হঠাৎ তা বাতিলের নির্দেশ জানায় বিজেপির প্রার্থীকে। তারপরেই মেদিনীপুরের কর্মী সমর্থকরা হতাশ হয়ে পড়েন। তবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাদের হতাশা ফেরাতে প্রোগ্রাম বাতিল হলেও দলীয় কার্যালয়ে উপস্থিত হন সন্ধ্যায় ।
মেদিনীপুর সিপাই বাজারে দলীয় কার্যালয়ে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকারকে একাধিক ভাষায় আক্রমণ করেন। শুভেন্দু অধিকারী বলেন “ধৃতিমান সরকার আছে মানেই প্রোগ্রাম বাতিল হবে এটা তো জানা কথা।
ঝাড়খণ্ড থেকে গরু পাচার করে ডায়মন্ডহারবারে ভাইপোর এলাকায় পাঠাচ্ছে এবং তার থেকে কোটি কোটি টাকা ইনকাম করছে। গোটা পশ্চিম মেদিনীপুর জেলা বিক্রি করে দেবেন”। তিনি আরো বলেন মেদিনীপুরের মানুষ যদি ভোট দিতে পারে বিজেপির জয় কার্যত সময়ের অপেক্ষা।