নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শুক্রবার ৮,নভেম্বর :: পূর্ব বর্ধমান জেলার জামালপুরে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ছট পুজো । হিন্দি ভাষাভাষি মানুষের অন্যতম সেরা উৎসব এই পুজো। সূর্য দেবতার আরাধনায় দূরদূরান্ত থেকে ছুটে আসছেন প্রচুর ভক্তবৃন্দ। তিনদিন চলবে উৎসব।
ছট পুজো উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করাও হয়েছে। বিভিন্ন আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে দেখা গেল সকলেই ছুটে আসছেন নদীর ঘাটে । ছটি মাইয়ার জন্য বিভিন্ন ফল থেকে শুরু করে বিভিন্ন জিনিস সাজিয়ে ঘাটে পুজো দিচ্ছেন সকলে। অনেকেই দণ্ডী কাটতে কাটতে আসছেন ঘাটে। জলের মধ্যে নেমে ছটি মাতার কাছে করছেন বিশেষ প্রার্থনা।