চন্দননগর মধ্যাঞ্চল সর্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির সমস্ত লাইট বন্ধ করে দিয়ে প্রতিবাদ বিক্ষোভে সামিল হলেন

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চন্দননগর :: শনিবার ৯,নভেম্বর :: মহাসপ্তমীর রাতে চন্দননগর মধ্যাঞ্চল সর্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির সমস্ত লাইট বন্ধ করে দিয়ে প্রতিবাদ বিক্ষোভে সামিল হলেন হুগলীর মধ্যাঞ্চল সর্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির সদস্য ও সদস্যাবৃন্দরা ।

এই প্রতিবাদের সম্বন্ধে কমিটির সদস্যরা জানায় বিগত তিনবছর ধরে পুকুরপাড়ে লাইট অ্যান্ড সাউন্ড এর ব্যবস্থা করা হয় । বিগত তিন বছর ধরে কোনরকম অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হয়নি। কিন্তু এই বছর চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালভি মধ্যাঞ্চল সর্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির সদস্যদের নির্দেশ দেন যে এই লেজার লাইট বন্ধ করতে হবে ।

তারপরেই সমিতির পাঁচজনের প্রতিনিধি দল চন্দননগর পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করতে গেলে তাদের সঙ্গে কোন রকম কথাবার্তা বলতে চায়নি পুলিশ কমিশনার।

তারপরেই চন্দননগর মধ্য অঞ্চল সর্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির সদস্য ও সদস্যরা সিদ্ধান্ত নেয় যে যতদিন না পুলিশ কমিশনার আমাদের লেজার লাইটের অনুমতি দেবে ততদিন আমরা

চন্দননগরের মধ্যাঞ্চল সর্বজনীন জগদ্ধাত্রী পূজার সমস্ত লাইট এবং প্যান্ডেলের যে সমস্ত লাইট সবকিছু বন্ধ রেখে প্রতিবাদ জানাবো শুধুমাত্র ঠাকুরের সামনে একটি লাইট চলবে। কারণ ঠাকুরকে তো আর অন্ধকারে রাখা যাবেনা সেই কারণেই ।

প্যান্ডেলের সামনে মধ্যাঞ্চল সর্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির সকল সদস্য সদস্যরা একত্রিত হয়ে বসে পড়ে অবস্থান বিক্ষোভ চালান এবং তারা জানান যতদিন না পর্যন্ত চন্দননগর পুলিশ কমিশনারের কাছ থেকে কোনরকম সাড়া না পাচ্ছি ততদিন সমস্ত গেট লাইট এবং প্যান্ডেলের লাইট সমস্ত কিছু বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − 1 =