নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সিতাই :: শনিবার ৯,নভেম্বর :: সিতাই বিধানসভার ওখরাবাড়ি অঞ্চলের হাজীর বাজারে নির্বাচন কমিশনের অনুমতি থাকা সত্ত্বেও গায়ের জোরে মাইকের তার কেটে, লাইট বন্ধ করে কংগ্রেসের সভা ভণ্ডুল করলো তৃণমূলের দুষ্কৃতীরা ।
স্থানীয় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীকে বার-বার খবর দেওয়া সত্ত্বেও, তাঁদের সভাস্থলে দেখা গেলো না ।
সভা করতে না দিলেও সিতাই বিধানসভা উপনির্বাচনের কংগ্রেস প্রার্থী হরিহর সিংহ রায় কে সঙ্গে নিয়ে প্রদেশ কংগ্রেস নেতা অমিতাভ চক্রবর্তী এবং শিলিগুড়ি পৌরসভার কাউন্সিলর সুজয় ঘটক হাজীর বাজারের প্রতিটি দোকানে এবং বাড়িতে নির্বাচনী প্রচার করলেন। অমিতাভ চক্রবর্তী এবং সুজয় ঘটকের সঙ্গে জেলা যুব কংগ্রেসের সভাপতি সুকমল বর্মনও সঙ্গে ছিলেন।