কৃষ্ণনগরে বুড়িমার নবমীর জগদ্ধাত্রী পুজোর সূচি

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কৃষ্ণনগর :: রবিবার ১০,নভেম্বর :: মোটামুটিভাবে আজকেই শেষ হতে চলেছে এ বছরের বাঙালির পুজো পর্ব। আজ জগদ্ধাত্রী পুজোর নবমী। কৃষ্ণনগর ও চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর খ্যাতি বিশ্বজুরে। এই পুজোতেও ষষ্ঠী থেকে দশমী তিথি অবধি মা জগদ্ধাত্রীর পুজো করা হয়।

আজ জগদ্ধাত্রী পুজোর নবমী তিথি। এই নবমী তিথি শুরু হয়েছে গতকাল ৯ নভেম্বর রাত্রি ১০ টা ৪৫ মিনিট থেকে, এই তিথি শেষ হবে আজ ১০ নভেম্বর রাত ৯ টা ০১ মিনিটে।কৃষ্ণনগরে বুড়িমার পুজো বিখ্যাত।

এখানে নবমী পুজো শুরু হবে দুপুর ০১ টা ৩০ মিনিটে এবং দুপুর ৩ টে ৩০ মিনিটে হবে নবমীর অঞ্জলি। এখানে বলিদান প্রথা রয়েছে। বলিদান পর্বের পরেই শুরু হবে নবমীর অঞ্জলি। তারপরে হবে সন্ধ্যা আরতি। আজ রবিবার ১০ নভেম্বর সন্ধ্যা ৬ টা নাগাদ হবে এই সন্ধ্যা আরতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 4 =