নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কৃষ্ণনগর :: রবিবার ১০,নভেম্বর :: চিরাচরিত ঐতিহ্য ও প্রথা মেনে আজও সাড়ম্বরে পূজিত হন রাজা কৃষ্ণচন্দ্রের রাজ বাড়ির মা জগদ্ধাত্রী। রাজ্যপাটের দিন কবে শেষ হয়ে গিয়েছে, কিন্তু রয়ে গিয়েছে সেই পরম্পরা, সেই রীতি-নীতি। রাজবাড়ীর জগদ্ধাত্রী পুজো ঘিরে আজও অন্যরকম উন্মাদনা থাকে কৃষ্ণনগরবাসীর।
রাজবাড়ির জগদ্ধাত্রী তামসিক রূপে পূজিত হন। রাজা কৃষ্ণচন্দ্র প্রতিষ্ঠিত রাজবাড়ির জগদ্ধাত্রী পুজোর একটি ইতিহাসও রয়েছে।কৃষ্ণনগরের এই জগদ্ধাত্রী পুজো নিয়ে অনেকেই বিভিন্ন রকম মত পোষণ করেন। তবে নদিয়ারাজ কৃষ্ণচন্দ্রের আমল থেকে এই পুজোর উৎপত্তি বলে সকলেই জানেন।
তাই আজও রীতি ও প্রথা অনুযায়ী কৃষ্ণনগরের সমগ্র বারোয়ারী পুজো উদ্যোক্তারা তাঁদের প্রতিমা নিয়ে রাজবাড়ী স্পর্শ করে তারপরেই জলঙ্গী নদীতে বিসর্জনের উদ্দেশ্যে রওনা দেয়। কৃষ্ণনগর রাজবাড়ির জগদ্ধাত্রী প্রতিমা অন্যান্য প্রতিমার থেকে অনেকটাই ভিন্ন।
কৃষ্ণনগর রাজবাড়ির জগদ্ধাত্রী সিংহের বদলে দাবা ঘোড়ার উপর উপবিষ্ট থাকেন। প্রতিমা দেখতেও একেবারে অন্যান্য প্রতিমার চেয়ে আলাদা। তাই কৃষ্ণনগরে এসে কেউ রাজবাড়ী স্পর্শ না করে চলে যায় না। যেহেতু রাজবাড়ী থেকেই এই জগদ্ধাত্রী পূজার উৎপত্তি বলে জানা যায়।