নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রামনগর :: মঙ্গলবার ১২,নভেম্বর :: প্রসাদে বিষক্রিয়া, আর তার জেরেই অসুস্থ হলেন শতাধিক গ্রামবাসী। তাঁদের দ্রুত আশেপাশের হাসপাতালগুলিতে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের রামনগর ২ নম্বর ব্লকের কালুয়া অঞ্চলের মালঞ্চ গ্রামের গোষ্ঠ মেলা প্রাঙ্গনে।
খবর পেয়েই এলাকায় ছুটে যান স্বাস্থ্য দফতরের আধিকারীকেরা। অসুস্থদের দ্রুত হাসপাতালে পাঠানোর পাশাপাশি মেলা প্রাঙ্গনেও স্বাস্থ্য শিবির খোলা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে। স্থানীয় সূত্রে খবর, মালঞ্চ গ্রামের গোষ্ঠ মেলা এলাকায় অত্যন্ত জনপ্রিয়। এই মেলায় চিঁড়ে প্রসাদ বিতরণ হয়। সেই প্রসাদ খান মেলায় আসা শতাধিক পূণ্যার্থী। এরপর একে একে গ্রামবাসীরা অসুস্থ হতে শুরু করেন।
তাঁদের এলাকার একাধিক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। স্থানীয় সূত্রে খবর, এখন পর্যন্ত প্রায় ১০০’রও বেশী মানুষ অসুস্থতা নিয়ে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।