নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পাথরপ্রতিমা :: মঙ্গলবার ১২,নভেম্বর :: শীতের আমেজ গায়ে মেখে পাথরপ্রতিমা এলাকার স্থানীয় বেশ কয়েকজন এলাকাবাসী চড়ুইভাতী করার উদ্দেশ্যে সুন্দরবনে পাড়ি দিচ্ছিল।
সোমবার রাতে সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দেয়ার জন্য একটি ম্যাটাডোর করে পাথরপ্রতিমার গঞ্জের বাজার গয়াধাম এলাকা থেকে বেশ কয়েকটি পরিবার সুন্দরবনের কৈখালী যাওয়ার উদ্দেশ্যে দুটি ম্যাটাডোর গাড়ি করে রওনা দিয়েছিল।
হঠাৎ ৪ কিলোমিটার এর মধ্যে ম্যাটাডোরটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি ইলেকট্রিক পোস্টে গিয়ে ধাক্কা মারে। আর এই ঘটনায় গুরুতর জখম হয় তিনজন এবং আহত প্রায় ১৩ জনেরও বেশি। গুরুতর জখম তিনজনকে স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে ঘটনাস্থল থেকে পাথরপ্রতিমা গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে।
এই দুর্ঘটনায় বেশ কয়েকজন গুরুতর রকম আহত হয় । তাদের সকলকেই কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে এবং বেশ কয়েকজনকে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এই দুর্ঘটনায় কার্যত এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মর্মান্তিক দুর্ঘটনায় শিউরে উঠেছে এলাকাবাসী।