সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: কুলপি :: মঙ্গলবার ১২,নভেম্বর :: তৃণমূল কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত পঞ্চায়েতের সদস্যের পুকুরে বিষ। বিষের জ্বালায় মরে ভেসে উঠলো মাছ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি বলে অনুমান। এই ঘটনাকে কেন্দ্র করে দক্ষিণ ২৪ পরগনা কুলপি থানার অন্তর্গত আমার চক অঞ্চলের মোল্লার চক এলাকায় তীব্র চঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কুলপি থানার কামারচক অঞ্চলের বাসিন্দা খলিল মোল্লা তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য। জীবিকা নির্বাহ করার জন্য একটি পুকুর চুক্তিতে নিয়ে মাছ চাষ করে জীবিকা নির্বাহ করে। মঙ্গলবার সকালে একের পর এক মাছ পুকুর থেকে মরে ভেসে ওঠে এরপর স্থানীয়রা দেখতে পেয়ে তড়িঘড়ি ফোন মারফত খলিল মোল্লাকে খবর দেয়।
স্থানীয়দের ফোন পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে প্রাক্তন পঞ্চায়েত সদস্য। প্রাক্তন পঞ্চায়েত সদস্য এসে দেখে পুকুরের সব মাছ মরে গিয়েছে। প্রাক্তন পঞ্চায়েত সদস্যের দাবি রাজনৈতিক হিংসা চরিতার্থ করার জন্য আইএসএফের কর্মীরা তার পুকুরে বিষ দিয়েছে। যদিও এই ঘটনা মানতে নারাজ এলাকার আইএসএফের নেতৃত্বরা।