মহেশতলার আকরা ফটোকে অবৈধ মদের ঠেক ভেঙ্গে দিল উত্তেজিত জনতা,উত্তেজনাও সন্ধ্যা পর্যন্ত।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: মঙ্গলবার ১২,নভেম্বর :: দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগর থানার অন্তর্গত আকরা ফটোক এলাকায় দীর্ঘদিন ধরেই অবৈধভাবে চলছিল জুয়া, সাট্টা, মদের আসর। দিনের বেলাতেও কচিকাঁচারা স্কুলে যেতে ভয় পাচ্ছিল। সন্ধার পরে সেই উৎপাত আরও বেড়ে যেত।

এরই প্রতিবাদে স্থানীয়রা, ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কে সঙ্গে নিয়ে পুলিশ প্রশাসনের উপস্থিতিতে একটি প্রতিবাদ মিছিল বার করেছিল। সোমবার একটি শান্তিপূর্ণ মিছিল প্রায় শেষই হয়ে এসেছিল সন্ধ্যা নাগাদ । এমন সময় এক অবৈধ কারবারি মিছিলে অংশগ্রহণকারীর উদ্দেশ্য করে কটুক্তি করে। এরই প্রতিবাদে উত্তেজিত জনতা সেই সমস্ত মদের দোকান গুলি ভেঙে ভিতরে থাকা সমস্ত মদ বাইরে এনে খুলে ফেলে দেয়।

পরে রবীন্দ্রনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। পুলিশ সূত্রে দাবি ওই অবৈধ ব্যবসায়ীরা ঘটনার পর থেকেই এলাকা ছাড়া। এখনো পর্যন্ত ঘটনায় কেউই গ্রেফতার বা আটক নেই।

মহেশতলা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সব্যসাচী বসুর দাবি, কতিপয় ব্যক্তি নিজেদের স্বার্থে এই ব্যবসা গুলি চালায়। স্থানীয় জনগণ যখন উত্তেজিত হয়ে সম্মিলিতভাবে আন্দোলন করছে তখন এই অবৈধ ব্যবসা সম্পূর্ণরূপেই বন্ধ হয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − six =