আবারও অশান্ত ভাঙড় , তৃণমূলের দলীয় কার্যালয় আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল আইএসএফের বিরুদ্ধে

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ভাঙড় :: বুধবার ১৩,নভেম্বর :: ভোটের আবহে ফের উত্তপ্ত ভাঙড়। রাতের অন্ধকারে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ আইএসএফের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা এলাকায়।

এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় বিধানসভার অন্তর্গত চালতাবেড়িয়া অঞ্চলের ১৪১ নম্বর বুথের কৃষ্ণমাটি এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় কৃষ্ণ মাটি এলাকার কৃষ্ণ মাটি ব্রিজের কাছে রয়েছে তৃণমূলের পার্টি অফিস মঙ্গলবার কে বা কারা? রাতের অন্ধকারে পার্টি অফিসে আগুন লাগিয়ে দেয়।

আগুনে পুড়ে পার্টি অফিসের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও তৃণমূলের নেতা কর্মীদের প্রাথমিক অনুমান, রাজনৈতিক হিংসার কারণে আইএসএফের কর্মী সমর্থকরা এই কাজ ঘটিয়েছে।

এই অগ্নিকাণ্ডের ঘটনায় পার্টির অফিসে থাকা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও শওকত মোল্লার একাধিক ফ্লেক্স এবং ব্যানার পুড়ে গিয়েছে। বেশ কিছু দলের গুরুত্বপূর্ণ নথি ও পুড়ে গিয়েছে এই অগ্নিকাণ্ডের ঘটনায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − 6 =