নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বৃহস্পতিবার ১৪,নভেম্বর :: পুলিশের নাম করে তোলাবাজির অভিযোগ। তোলাবাজির অভিযোগে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত ১৯ নম্বর জাতীয় সড়ক থেকে পাঁচ দূষ্কৃতিকে গ্রেপ্তার করল মেমারী থানার পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে টাকা।
ধৃতরা হল সন্তু ঘোষ,দেব্রজ্যোতি ঘোষ,কমল মন্ডল,সোমনাথ পালিত এরা আউসগ্রাম থানা এলাকার বাসিন্দা এবং বিপত্তারণ রায় ভাতার থানা এলাকার বাসিন্দা। অভিযোগ, মেমারী থানার অন্তর্গত ১৯ নম্বর জাতীয় সড়কের যাতায়াতকারী পন্যবাহী গাড়ি থেকে তোলাবাজি করছিল এই পাঁচজন তোলাবাজ।
জাতীয় সড়কে হুগলী জেলার ডানকুনির বাসিন্দা মেঘদূত পালের কাছ থেকে জোর পূর্বক ১২০০ টাকা ও তার ফোন কেড়ে নেওয়ার অভিযোগ। এই বিষয়ে মেঘদূত বাবু লিখিত অভিযোগ দায়ের করেন মেমারী থানায়, এরপরেই পুলিশ ধৃতদের গ্রেফতার করে এবং তাদের বিরুদ্ধে তোলাবাজি, ভয় দেখানো, জোর পূর্বক টাকা নেওয়া সহ বিভিন্ন ধারায় মামলা রুজু করে।
স্থানীয় সূত্রে জানাগেছে, পুলিশের নাম করে দীর্ঘদিন ধরে ধৃত ব্যক্তিরা তোলাবাজি চালাচ্ছে মেমারী থানার অন্তর্গত পালসিট টোল-প্লাজা সংলগ্ন এলাকায়। সেখান দিয়ে যাতায়াতকারী বালি,পাথর সহ অন্যান্য পন্যবাহী গাড়ি থেকে জোরপূর্বক টাকা নেয় তারা। প্রত্যেকদিনই এইভাবে জাতীয় সড়ক থেকে লক্ষ লক্ষ টাকা তুলতো ধৃতরা।