নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দার্জিলিং :: বৃহস্পতিবার ১৪,নভেম্বর :: দার্জিলিঙে আছেন মুখ্যমন্ত্রী, সরকারি কর্মসূচিতে দার্জিলিঙে রয়েছেন। প্রতিদিনের মতো এদিনও হাঁটতে বেরোন মুখ্যমন্ত্রী । হাঁটতে বেরিয়ে তিনি হিলকার্ড রোড যাওয়ার পথে দার্জিলিং চিড়িয়াখানার নিকট আসেন।
মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন দার্জিলিং পদ্মাজা নাইডু জিওলজিক্যাল পার্কের ডিরেক্টর। এরপর মুখ্যমন্ত্রী তাঁর অনুরোধে দুটি তুষার চিতার নাম রাখেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী চারটে রেড পান্ডার নাম রাখেন যথাক্রমে হিলি , পাহাড়িয়া , ভিকট্রি ও ড্রিম।
মুখ্যমন্ত্রীর কথা অনুসারে দুটি তুষার চিতার নাম রাখা হয় যথাক্রমে ডার্লিং ও চার্মিং। মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন সংশ্লিষ্ট দার্জিলিং চিড়িয়াখানার ডিরেক্টর বাসবরাজ। মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করবার পর তিনি এই বিষয়ে জানিয়েছেন।