বিমানে ও বিমানবন্দরে বোমাতঙ্ক অব্যাহত। বুধবার সন্ধ্যায় মম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ বিমানবন্দর উড়িয়ে দেওয়ার হুমকি ফোন

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: বৃহস্পতিবার ১৪,নভেম্বর :: বিমানে ও বিমানবন্দরে বোমাতঙ্ক অব্যাহত। বুধবার সন্ধ্যায় মম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ বিমানবন্দর উড়িয়ে দেওয়ার হুমকি ফোন আসে সিআইএসএফের কন্ট্রোল রুমে। যার পর হুলস্থুল পড়ে গিয়েছিল।

অন্যদিকে বোমাতঙ্কের জেরে নাগপুর থেকে কলকাতাগামী উড়ান জরুরি অবতরণ করল ছত্তিশগড়ের রায়পুর বিমানবন্দরে।বৃহস্পতিবার সকালে বোমাতঙ্ক ছড়ায় নাগপুর থেকে কলকাতাগামী ইন্ডিগোর একটি উড়ানে।

ছত্তিশগড়ের রায়পুর বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয় বিমানটিকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরণের আশঙ্কায় রায়পুরে দ্রুত যাত্রীদের বিমান থেকে নামানো হয়েছে। সেখানে বিমানটিকে পরীক্ষা করে দেখেন বম্ব স্কোয়াড এবং অন্য বিশেষজ্ঞরা। যদিও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − 4 =