মেয়েটির মা মোবাইল সম্পর্কে ওনার মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে কিছুটা বকাঝকা করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে কিশোরীটি আত্মহত্যার পথ বেছে নেয়।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ত্রিপুরা :: শুক্রবার ১৫,নভেম্বর :: বর্তমান সময়ে একদিকে যেমন মোবাইল ফোনের ব্যবহার নিরন্তর ভাবে বৃদ্ধি পেয়ে চলেছে ঠিক একই রকম ভাবে মোবাইলের দৌলতে একাংশ কিশোর কিশোরী বা যুবক যুবতীরা জীবনের চরম সিদ্ধান্ত নিতে পর্যন্ত দু’বার ভাবছে না। স্বাভাবিকভাবেই এই প্রবণতা গোটা সমাজ’কে ভাবিয়ে তুলছে।

এমনই এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে তেলিয়ামুড়া থানার অন্তর্গত হাওয়াই বাড়ি এলাকাতে। ঘটনার বিবরণে প্রকাশ, এলাকায় মামার বাড়িতে বেড়াতে আসা ১৪ বছর বয়সী এক নাবালিকা ফাঁসিতে আত্মহত্যা করে।

ঘটনার কারণ হিসেবে যতটুকু জানা গেছে, মেয়েটির মা মোবাইল সম্পর্কে উনার মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে কিছুটা বকাঝকা করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে কিশোরীটি আত্মহত্যার পথ বেছে নেয়।

গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে এবং যেভাবে প্রতিনিয়ত ক্রমবর্ধমান মোবাইল ব্যাবহার জনমনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করছে সেই পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় এবং দৃষ্টান্তমূলক ব্যাবস্থা গ্রহণের দাবি উঠছে। এই ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে সচেতনতা তৈরি করার জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ জরুরি বলে দাবি উঠছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 2 =